গ্রামবাসীদের তৎপরতায় গ্রেফতার ভুয়ো পুলিশ, একাধিক অভিযোগ
পুলিশ পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক। ব্যক্তিগত মুহূর্তের ছবি নিয়ে ওই মহিলার বাবাকে হুমকি দেওয়ার অভিযোগ। অবশেষে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় গ্রেফতার ভুয়ো পুলিশ অফিসার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানা এলাকায়। ধৃত ব্যক্তিকে আজ চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে ওই ব্যক্তি পুখুরিয়ার আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোখরা গ্রামে পুলিশের উর্দি পড়ে ঘুরে বেড়াচ্ছিল। এক মেয়ের বাড়ির পাশে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যায় পুখুরিয়া থানার পুলিশ। নিজের কোনও সঠিক পরিচয়পত্র দেখাতে না পারায় ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, এর আগে একাধিকবার ওই ব্যক্তিকে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। গ্রামের একটি মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল ওই ব্যক্তির। গতকাল রাতেও ওই মেয়ের সঙ্গে দেখা করতে এসেছিল ওই ব্যক্তি। ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকা মহিলার অভিযোগ, গত ৬ মাস ধরে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। মিথ্যে কথা বলে ওই ব্যক্তি তাঁকে প্রেমের জালে ফাঁসিয়েছে। আমার সঙ্গে কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি ওই ব্যক্তির মোবাইলে ছিল। এমনকি নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে বাবাকে হুমকি দিত ওই ব্যক্তি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Komentáře