top of page

ভুয়ো ভোটার নিয়ে মালদা জেলাতেও তরজা

ভুয়ো ভোটার নিয়ে গত কয়েকদিন ধরে সরগরম রাজ্য রাজনীতি। একে অপরের বিরুদ্ধে তোপ দাগছেন শাসক-বিরোধীরা। একই ইশ্যুতে মালদা জেলাতেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি, গত লোকসভা নির্বাচনের আগেই গেরুয়া শিবিরের তরফে ভুয়ো ভোটারের তালিকা রাজ্য নির্বাচন কমিশনে দেওয়া হয়েছিল। কিন্তু মুখ্য নির্বাচনি আধিকারিক তা নিয়ে কোনও পদক্ষেপ করেনি। একই অভিযোগ তুলেছে বামফ্রন্টও। যদিও শাসকদলের সাফাই, ভুয়ো ভোটার খুঁজতেই নেত্রী তাঁদের নির্দেশ দিয়েছেন।


বিজেপির জেলা মুখপাত্র অজয় গঙ্গোপাধ্যায় জানান, সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেতাদের ভুয়ো ভোটার খুঁজে বের করতে বলেছিলেন। তালিকা থেকে তাদের নাম বাদ দিতে বলেননি। কারণ, সেই ভুয়ো ভোটারের ওপর নির্ভর করেই তিন দফায় সরকার গড়েছে তৃণমূল। মালদা জেলায় কত ভুয়ো ভোটার রয়েছে সেই তথ্য গত লোকসভা নির্বাচনের আগেই আমরা রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছি৷ এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক মন্ত্রী তাঁদের এলাকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব স্বীকার করছেন। উত্তর মালদা লোকসভা কেন্দ্রে ৩৫ থেকে ৪২ হাজার ভুয়ো ভোটার আছে৷ দক্ষিণ মালদা কেন্দ্রে রয়েছে ২৫ থেকে ৩০ হাজার ভুয়ো ভোটার৷ আসলে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে একটা নাটক করার চেষ্টা করেছিলেন৷ এখানে জাতীয় নির্বাচন কমিশনের কোনও টিম নেই৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলাশাসকরা কাজ করে থাকেন৷ তাঁরা বিজেপির কোনও কথা শোনেন না৷ তাই গোটা রাজ্যজুড়ে ভুয়ো ভোটার ছেয়ে আছে৷ নির্বাচন কমিশনের কাছে পুরো তথ্যপ্রমাণ দিয়ে বিজেপি রাজ্যের ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার তাড়াবে।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

সিপিআইএম-এর জেলা সম্পাদক অম্বর মিত্র জানান, বামফ্রন্ট দীর্ঘদিন ধরেই ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ করে আসছে৷ রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিকের দপ্তরে আমরা তালিকা জমা দিয়েছি৷ এই ভুয়ো ভোটারের সমর্থনেই তৃণমূল বারবার ভোটে জিতছে৷ এর সঙ্গে তৃণমূলের নতুন কালচার হয়েছে, ছাপ্পা ভোট৷ যারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা সংশোধনের কাজ করেন, সেই বিএলওরা শাসকদলের কথামতো কাজ করেন৷ গোছা গোছা নতুন আবেদন জমা হয়৷ ভুয়ো ভোটার তৈরি হয়৷


তৃণমূলের জেলা মুখপাত্র আশিস কুণ্ডু জানান, ভুয়ো ভোটার ব্যবহার করে বিজেপি যেভাবে দিল্লিতে জেতার পরিকল্পনা করেছিল, এখানেও সেই চক্রান্ত করছে৷ উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট প্রভৃতি রাজ্যের বাসিন্দাদের নাম এখানকার ভোটার তালিকায় পাওয়া যাচ্ছে৷ আমাদের নেত্রী বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা মিলিয়ে দেখতে হবে৷ আমরা সেই নির্দেশ পালন করছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page