top of page

লক্ষ্মীপুর গ্রামকে দত্তক নিল মালদা মেডিকেলের পড়ুয়ারা

গ্রামের ২০০ পরিবারের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সমস্ত সহযোগিতা ও পরামর্শের দায়িত্ব নিল মালদা মেডিকেলের ছাত্রছাত্রীরা। গতকাল দুপুরে ফ্যামিলি অ্যাডপশন নামে একটি অনুষ্ঠানের মাধ্যমে ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামকে দত্তক নেন পড়ুয়ারা।


মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতীম মুখোপাধ্যায় জানান, ন্যাশনাল মেডিকেল কমিশনের গাইডলাইন মেনে প্রতিবছর আমাদের পড়ুয়ারা একটি গ্রামকে দত্তক নেন। গ্রামের সমস্ত পরিবারগুলির স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত সমস্তরকম পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকেন পড়ুয়ারা। এবছর আমাদের পড়ুয়ারা ইংরেজবাজারের লক্ষ্মীপুর গ্রামকে দত্তক নিয়েছেন।



পার্থবাবু আরও জানান, ফ্যামিলি অ্যাডপশনের মাধ্যমে পুরো গ্রামের সার্বিক উন্নতি হয়। একদিকে যেমন গ্রাম থেকে কুসংস্কার নির্মূল হয়ে যায়। তেমনই গ্রামে শিক্ষিতের হারও বাড়ে। প্রতিবছর আমাদের ছাত্ররা একটি করে গ্রামকে দত্তক নেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page