কীটনাশক খেয়ে আত্মহত্যা ক্যানসার আক্রান্ত কৃষকের
মারণরোগের যন্ত্রণায় জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে আত্মহত্যা করল এক কৃষক। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
মৃত কৃষকের নাম বাবলু সাহা (৪৮)। বাড়ি বামনগোলার তেলিপাড়া এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন বাবলুবাবু। স্ত্রী সহ চার ছেলেমেয়ের সম্পূর্ণ দায়িত্ব ছিল তাঁর। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত দুই বছর ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। কলকাতা সহ বিভিন্ন জায়গায় তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলেও কোনও ফল মেলেনি। অবশেষে মারণ ব্যাধির যন্ত্রণায় জমিতে দেওয়ার কীটনাশক খেয়ে নেন বাবলুবাবু। পরিবারের লোকজন তড়িঘড়ি প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র পরে মালদা মেডিকেল কলেজে নিয়ে যান। আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পুলিশ।
[ আরও খবরঃ ইংরেজবাজারে আমার বাড়ি প্রকল্পের পাসবই বিতরণ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments