ফসল বাঁচাতে রাস্তা মেরামতি করছেন চাষিরা
বর্ষার মরশুমে বেড়েছে গঙ্গার জলস্তর। শুরু হয়েছে ভাঙন। এই পরিস্থিতিতে একমাত্র রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় জমির ফসল কেটে ঘরে তুলতে পারছেন না চাষিরা। স্থানীয় পঞ্চায়েতে বারবার জানিয়েও কোনও ফল মেলেনি। বাধ্য হয়ে নিজেরা চাঁদা তুলে, শ্রম দিয়ে রাস্তা মেরামতির কাজ শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে পঞ্চানন্দপুর এলাকার লস্করিটোলা এলাকায়।
গ্রামবাসীদের অভিযোগ, লস্করিটোলার এই রাস্তাটি দীর্ঘ দিনের পুরোনো। বহুদিন ধরে রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছে পঞ্চায়েতে। কিন্তু পঞ্চায়েত বা প্রশাসন কিছুই করেনি। এই মুহূর্তে জমির ফসল কেটে না নিলে সব কিছুই জলে তলিয়ে যাবে। তাই বাধ্য হয়ে কেউ ২০০ কেউ ৪০০ টাকা করে দিয়ে রাস্তা তৈরির জন্য টাকা তোলা হয়েছে। সেই টাকা দিয়েই রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে এলাকাবাসী।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות