top of page

মণ্ডিতে ধান বিক্রি করতে না পেরে ক্ষোভে ফেটে পড়ল কৃষকরা

সরকারি কিষান মণ্ডিতে ধান নিয়ে এসেও বিক্রি করতে না পেরে ক্ষোভে ফেটে পড়ল কৃষকরা৷ আজ এই ঘটনা ঘটেছে বামনগোলা কিষান মণ্ডিতে৷ কৃষকদের বিক্ষোভে দুপুর পর্যন্ত মণ্ডিতে উপস্থিত হননি দফতর কিংবা বাজারের কোনও কর্তা৷ ফলে দুপুর পর্যন্ত সেখানে ধান কেনাবেচা শুরু হয়নি৷


Farmers were outraged that they could not sell paddy in the market
বিক্ষোভের খবর পেয়ে কিষান মণ্ডিতে পৌঁছয় পুলিশ

কৃষকদের বক্তব্য, গতকাল সন্ধেয় তাঁদের ফোন করে জানানো হয়, আজ থেকে প্রত্যেক কৃষকের কাছ থেকে মাত্র ১০ কুইন্টাল করে ধান কেনা হবে৷ কিন্তু তার আগেই তাঁরা বিভিন্ন যানবাহন ভাড়া করে ধান বোঝাই করে রেখেছিলেন৷ আজ মণ্ডিতে ধান নিয়ে এসে তাঁরা দেখেন, সেখানে বাজার কিংবা দফতরের কোনও কর্তা নেই৷ এদিকে গতকাল সকালেই ফড়েরা তাঁদের বলে দেয়, আজ থেকে ১০ কুইন্টালের বেশি ধান কেউ বিক্রি করতে পারবে না৷ এই কথা থেকেই পরিষ্কার, ফড়েদের সঙ্গে বাজার ও দফতরের লোকজনের যোগাযোগ রয়েছে৷ তাঁদের সাফ কথা, তাঁরা আজ যে ধান নিয়ে এসেছেন, তার সবটা সরকারকে খরিদ করতে হবে৷ তা না হলে তাঁরা কেউ বাজার থেকে সরবেন না৷ এদিকে বিক্ষোভের খবর পেয়ে কিষান মণ্ডিতে পৌঁছয় বামনগোলা থানার পুলিশ৷ তবে এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page