শিলাবৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি ধান-পাট-ভুট্টার, দুশ্চিন্তায় চাষিরা
কালবৈশাখীর ঝড়ে ফসলের ক্ষতি হয়েছে চাঁচল মহকুমার পাশাপাশি মালদা সদর মহকুমায়। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখার কাজ শুরু করেছে কৃষি দফতরের আধিকারিকরা।
গতকাল রাত থেকে উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর, চাঁচল, মালতিপুর, রতুয়া, বামনগোলা ও গাজোল ব্লকের বেশ কিছু এলাকায় কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টি চলতে থাকে। আজ সকাল থেকেও দফায় দফায় চলতে থাকে বৃষ্টি। ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধান, পাট, ভুট্টার৷ সাতসকালে ক্ষতির পরিমাণ দেখে দুশ্চিন্তায় পড়েন চাষিরা। বিষয়টি জানতে পেরে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও আবদুল রহিম বকশি।
চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ জানান, সরকারি আধিকারিকদের নিয়ে দুর্গত এলাকা পরিদর্শন করবেন তিনি৷ দুর্গত প্রত্যেক চাষিকে আবেদন করা হয়েছে, তাঁরা যেন নিজেদের ক্ষয়ক্ষতির তালিকা নিকটবর্তী কৃষি দফতরে জমা দেন৷ তিনি গোটা বিষয়টি নিয়ে জেলাশাসক ও কৃষিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন৷ দুর্গতরা যাতে সরকারি সহায়তা পান, তার ব্যবস্থা করা হবে৷
[ আরও খবরঃ করোনায় মৃত ইংরেজবাজারের জয়েন্ট বিডিও ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Hozzászólások