top of page

দ্বিতীয় বিয়েতে বাধা, ছেলেকে খুনের অভিযোগ

ছেলেকে খুনের অভিযোগ বাবা সহ পরিবারের লোকেদের বিরুদ্ধে। যদিও এই ঘটনায় এখনও পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচকের মোজমপুর এলাকায়।


মৃত যুবকের নাম রাজ মোমিন (২০)। বাবা সরফরাজ আলম ইলেক্ট্রিকের সামগ্রীর ব্যবসা করেন। মা সামিমা বিবি মানসিক ভারসাম্যহীন। পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামীর অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন সামিমা। তারপর থেকেই তিনি শ্বশুর বাড়ি ছেড়ে ভাই-বোনদের সঙ্গে থাকতে শুরু করেন। এদিকে সরফরাজ দ্বিতীয় বিয়ের কথা বললে বাধা দেন রাজ। সেই কারণেই রাজকে খুন করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন।


প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

রাজের মাসি সাবানা বিবি জানান, গত পরশু রাজ ফোন করে জানায়, ওকে মারধর করা হচ্ছে। গতকাল সন্ধেয় ও আমাদের বাড়িতে চলে আসে। বাড়িতে ফিরে যাওয়ার জন্য ওকে ফোন করে হুমকি দেওয়া হয়। রাত সোয়া দশটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে যান রাজ। রাত এগারোটা নাগাদ ফোন জানানো হয় রাজের মৃত্যু হয়েছে। ওদের পরিবারের লোকজন বলছে, গলায় ফাঁস লাগিয়ে রাজ আত্মহত্যা করেছে। আমাদের ধারণা রাজকে খুন করা হয়েছে।


রাজের মামা সামিম বলেন, দিদির স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইছে, তাতেই কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ভাগ্নে। সেই কাঁটা সরাতেই রাজের গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। সমস্ত ঘটনা জানিয়ে আমরা পুলিশের দারস্থ হব।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page