top of page

পারিবারিক বিবাদে বাবার হাতে খুন ছেলে

পারিবারিক বিবাদে ছেলেকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বামনগোলা থানার পাকুয়াহাট সংলগ্ন খিড়িপাড়া গ্রামে৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত ছেলের নাম মাইকেল মুর্মু (২৯)৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চাষের জমিতে জল দেওয়ার জন্য মার্সিবলের ইলেকট্রিক বিল নিয়ে গতকাল রাতে বাবা রিণ্টু মুর্মুর সঙ্গে ঝামেলা বাঁধে মাইকেলের। অভিযোগ, সেই সময় রিণ্টু ধারালো অস্ত্র দিয়ে ছেলের গলা কেটে দেয়। তড়িঘড়ি মাইকেলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মাইকেলকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে অভিযোগের ভিত্তিতে রিণ্টুকে আটক করেছে পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ।


প্রতীকী ছবি।

মাইকেলের আত্মীয় সুফল বেসরা জানান, গতকাল রাতে পাম্পের ইলেকট্রিক বিল নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি শুরু হয়৷ সেই সময় বাবা ধারালো ছুরি দিয়ে ছেলের গলা কেটে খুন করে৷ তড়িঘড়ি ছেলেকে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার হয়। চিকিৎসকরা ওকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি আজ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। শুনতে পেলাম পুলিশ মাইকেলের বাবাকে আটক করেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন



Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page