top of page

মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবা আক্রান্ত

Updated: Feb 25, 2023

স্কুল ছাত্রীকে কুটুক্তি করার প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার লক্ষীপুর এলাকায়। স্কুল ছাত্রীটির নাম মাসুম খাতুন (১৭)। সে লক্ষীপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী। তাঁর বাবা আবদুল হক (৪৫) বিড়ি কোম্পানির শ্রমিক। অভিযোগ গ্রামের এক যুবক রাহুল শেখ তাঁর মেয়েকে পাঁচ মাস আগে থেকে বিভিন্ন কটূক্তি করে। তারই প্রতিবাদ করায় এদিন তাকে আক্রান্ত হতে হয়। বর্তমানে আবদুল হক মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।


মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবা আক্রান্ত
প্রতীকীব ছবি।

জানা গিয়েছে, প্রায় পাঁচ মাস ধরে স্থানীয় রাহুল শেখ সহ তার দলবল ওই ছাত্রীকে কুটুক্তি ও হাত ধরে টানাটানি করছিল। মেয়ের সাথে এমন ঘটনা দেখতে পেয়ে বাবা প্রতিবাদ জানায়। আজ সকালে আবদুল হক কাজে যোগ দিতে যাচ্ছিল। সেই সময় তার ওপর রাহুল ও তার দলবল ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়ে খুনের চেষ্টা করে। ঘটনায় স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। আহত আবদুল উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা খারাপ থাকায় তাঁকে মালদা মেডিক্যালে কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। ঘটনার তদন্তে বৈষ্ণবনগর থানার পুলিশ।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page