top of page

এনআরসি নিয়ে অকারণ ভীতি ছড়াতে নিষেধ তৃণমূলের

Updated: Nov 18, 2020

মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে এনআরসি নিয়ে দিদিকে বলো শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হল মালদা কলেজ অডিটোরিয়ামের সানাউল্লাহ মঞ্চে। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের চেয়ারম্যান তথা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি, সভাপতি নুরুল ইসলাম, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, তৃণমূলের মালদা জেলার সভানেত্রী মৌসম নূর, চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, অম্লান ভাদুড়ি সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বরা।



এনআরসি নিয়ে দিদিকে বল শীর্ষক আলোচনা সভায় মালদা সহ দুই দিনাজপুরের শতাধিক কর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এনআরসির বিরোধিতা করে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে এনআরসি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অকারণে ভীতি ছড়াতে নিষেধ করা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page