top of page

মাফিয়াদের দাপট ফেরিঘাটে, অতিষ্ঠ যাত্রীরা প্রশাসনের দ্বারস্থ

নদী পারাপারের জন্য মর্জিমাফিক ভাড়া নেওয়ার দালালচক্রের অভিযোগ উঠল কালিয়াচক ৩ ব্লকের শোভাপুর পারদেওনাপুর গ্রামপঞ্চায়েত এলাকার পারলালপুর ঘাটে। আরও অভিযোগ, যাত্রীদের সুরক্ষার জন্য লাইফ জ্যাকেট কিংবা বয়া ছাড়াই চলছে পারাপার। সমস্ত ঘটনা জানিয়ে জেলাশাসক ও জেলা পরিষদের সভাপতির দ্বারস্থ হয়েছে পারলালপুর-ধুলিয়ান ফেরিঘাট যাত্রী অধিকার সুরক্ষা কমিটি।


Ferry terminal passengers fed up with mafia
পারলালপুর ঘাটে লাইফ জ্যাকেট কিংবা বয়া ছাড়াই চলছে পারাপার


মালদা জেলায় মানিকচক, পারলালপুর সহ গঙ্গার মূল ঘাটগুলির দায়িত্বে রয়েছে জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর৷ অন্য ঘাটগুলিতে প্রশাসনের পক্ষ থেকে টিকিটঘরের ব্যবস্থা করা হয়েছে৷ ভাড়ার তালিকা অনুযায়ী সেখানে যাত্রী পারাপার হয়৷ তবে ব্যতিক্রম শুধু পারলালপুর ঘাট৷


ফেরিঘাট যাত্রী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি জাহিরুদ্দিন আহমেদ জানান, দুই জেলার লক্ষাধিক মানুষ নদী পারাপারের জন্য পারলালপুর-ধুলিয়ান ফেরিঘাট ব্যবহার করে৷ কিন্তু দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতীর দাদাগিরি করে নিজেদের ইচ্ছামতো যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছে৷ একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও সমস্যার সমাধান হয়নি। এখানে লঞ্চ পরিষেবা চালুর পাশাপাশি লঞ্চ জেটি তৈরির জন্যও লিখিতভাবে প্রশাসনকে জানানো হয়েছিল৷ জেটি নির্মাণের জন্য রাজ্য সরকার সম্ভবত এক কোটি টাকা বরাদ্দ করেছে৷ কিন্তু এখনও তা নির্মাণ হয়নি।





জেলাপরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল জানান, এখানে একটি মাফিয়া চক্র চলছে বলে তিনি জানতে পেরেছেন৷ ওই ঘাটের লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ ঘাটটি ফের টেন্ডার হবে৷ ওই ঘাটে লঞ্চ পরিষেবা চালু করতে সেখানে একটি জেটি তৈরির জন্য প্রস্তাব পাশ হয়ে গিয়েছে৷

সেখানে জেটি তৈরির জন্য প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়ে গিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। পারলালপুর ঘাটে সরকারি নির্দেশিকা উপেক্ষা করে যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার অভিযোগ তাঁরা খতিয়ে দেখছেন৷ যারা বেআইনি কাজে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ নদীঘাটে যাত্রী সুরক্ষা নিয়ে কোনও সমঝোতা হবে না৷ মালদা জেলা পরিষদের নিয়ন্ত্রণে থাকা ঘাটের নৌকাগুলিতে যাত্রী সুরক্ষায় লাইফ জ্যাকেট দেওয়া হয়েছে৷ আরও ৬০০ জ্যাকেটের অর্ডার দেওয়া হয়েছে৷ তবে এখন করোনা আবহে যাত্রীদের লাইফ জ্যাকেটের পরিবর্তে নৌকাগুলিতে বয়া রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page