top of page

অবশেষে উদ্বোধন হল রথবাড়ি আন্ডারপাসের

অবশেষে উদ্বোধন করা হল রথবাড়ি আন্ডারপাসের। আজ সকাল ১১টা নাগাদ আন্ডারপাসের উদ্বোধন করেন ডিআরএম যতীন্দ্রকুমার। উপস্থিত ছিলেন দুই সাংসদ আবু হাসেম খান চৌধুরি ও খগেন মুর্মু, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি সহ অন্যান্যরা।


আন্ডারপাস উদ্বোধনের সঙ্গে রাজনৈতিক সৌজন্যতার ছবি দেখল শহরবাসী। একসঙ্গে হাত ধরে আন্ডারপাস দিয়ে হাঁটলেন তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের জন প্রতিনিধিরা। ডিআরএম যতীন্দ্রকুমার জানান, করোনা আবহে কাজ বন্ধ হয়ে যাওয়ায় আন্ডারপাস চালু করতে অনেক সময় লেগে যায়। গত বছর দুর্গাপুজোর সময় আন্ডারপাস চালুর কথা থাকলেও তা করা যায়নি। অবশেষে সমস্ত সমস্যার সমাধান করে আজ আন্ডারপাস খোলা হল। এই আন্ডারপাস নির্মাণে ১০ কোটি টাকা ব্যয় হয়েছে।





আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page