চার দফায় উধাও প্রায় ২ লক্ষ টাকা, সাইবার থানার দ্বারস্থ ব্যবসায়ী
top of page

চার দফায় উধাও প্রায় ২ লক্ষ টাকা, সাইবার থানার দ্বারস্থ ব্যবসায়ী

লটারি বিক্রেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে চার দফায় উধাও প্রায় ২ লক্ষ টাকা। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারছেন না প্রতারিত ব্যক্তিও। এই ঘটনার সঙ্গে ব্যাংকের কর্মীরা জড়িত থাকতে পারে বলেও অনুমান করছেন তিনি। ইতিমধ্যে প্রতারিত ওই ব্যক্তি ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেছেন।


সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ওই ব্যক্তি জানান, গতকাল বিকেলে হঠাৎ আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৪৯ হাজার ৯৯৯ টাকা কেটে নেওয়া হয়। তড়িঘড়ি আমি ব্যাংক ব্যাল্যান্স চেক করি। দেখি সত্যিই আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এরই মধ্যে আবার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাই। তড়িঘড়ি ভাইয়ের কাছে মোবাইল নিয়ে ছুটে যাই। তখনও অ্যাকাউন্টে প্রায় ৮০ হাজার টাকা ছিল। এরই মধ্যে আবার অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাওয়ার মেসেজ আসে। সঙ্গে সঙ্গে আমি ছুটে ব্যাংক কর্তৃপক্ষের কাছে যাই। আমাকে ওটিপি দেওয়া সহ নানা বিষয়ে প্রশ্ন করতে থাকে কর্তৃপক্ষ। ওনাদের সামনেই আবার প্রায় ৪০ হাজার টাকা ব্যাংক থেকে ট্রান্সফারের মেসেজ আসে। আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকা ছিল। বর্তমানে অ্যাকাউন্টে মাত্র ২ টাকা পড়ে রয়েছে।



তিনি আরও জানান, ব্যাংক কর্তৃপক্ষ আমাকে সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে বলে। সেই মোতাবেক আমি অভিযোগ জানিয়েছি। থানার আধিকারিকরা জানিয়েছেন, যদি ট্রান্সফার হওয়া টাকা দুষ্কৃতীরা তুলে নেয় তবে সেই টাকা আর পাওয়া যাবে না। যদি টাকা না তোলা হয়, তবে সেই টাকা পাওয়া যেতে পারে। আমার কাছে কোনও ফোন আসেনি। কেউ ওটিপি জানতে চায়নি। শুধুমাত্র টাকা তুলে নেওয়ার পর মেসেজ এসেছে।


ওই বেসরকারি ব্যাংকের তরফে দাবি করা হয়েছে, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই গ্রাহকের ডেবিট কার্ড ও অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি ব্যাংক কর্তৃপক্ষও নিজেদের মতো তদন্ত করবে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page