top of page

মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টারে আগুন

শর্ট-সার্কিটের আগুনে পুড়ে ভস্মীভূত হল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস সেন্টারের বেশ কিছু যন্ত্রাংশ। আজ সকালে ঘুরে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখেন মেডিকেল কলেজের প্রিন্সিপাল পার্থপ্রতিম মুখোপাধ্যায়।


Fire-at-Dialysis-Center-at-Malda-Medical-College
ডায়ালিসিস সেন্টারের বেড সহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে

অন্যান্য রবিবারের মতো গতকালও বন্ধ ছিল মালদা মেডিকেল কলেজের ডায়ালিসিস সেন্টার। রাতে এক কর্মী কাজে ওই ঘর খুলতেই ভেতর থেকে কালো ধোঁয়া ও গন্ধ বেরোতে শুরু করে। ওই কর্মী সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন।



মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ওই ইউনিটে মোট ১০টি বেড রয়েছে। সেই বেড সহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। ফল স্বরূপ আজ ওই ইউনিট থেকে মানুষকে পরিসেবা দেওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page