রেলওয়ে হাসপাতাল থেকে হঠাৎ ধোঁয়া, আতঙ্কিত রোগীরা
রেলওয়ে হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদা শহরে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে দমকলের ঘটনাস্থলে পৌঁছনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আনেন হাসপাতালের কর্মীরা। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
বুধবার দুপুরে মালদা রেলওয়ে হাসপাতালের একতলায় আউটডোর বিভাগের একটি ঘর থেকে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখা যায়৷ ধোঁয়া দেখেই আতঙ্ক দেখা দেয় উপস্থিত রোগী ও আত্মীয়দের মধ্যে। হাসপাতালের কর্মীরা দ্রুত দমকলে খবর দেন। তড়িঘড়ি হাসপাতালে উপস্থিত সকলকে বের করে অগ্নি নির্বাপণ সিলিন্ডার দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করা হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকলের একটি ইঞ্জিন৷ অবশ্য দমকলকর্মীদের পৌঁছনোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
দমকল বিভাগের এক কর্মী জানান, হাসপাতালের একটি উইন্ডো এসি মেশিন থেকে ধোঁয়া বেরচ্ছিল। হাসপাতালের কর্মীরা দক্ষতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ এখন সবকিছু স্বাভাবিক আছে৷ আমাদের অনুমান, শর্ট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে৷

পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিআরএম মনীশকুমার গুপ্ত জানান, আজ দুপুরে রেলওয়ে হাসপাতালে আউটডোর বিভাগের ৪ নম্বর ঘরে থাকা এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সঙ্গে সঙ্গে আউটডোরের সমস্ত রোগীকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়৷ তবে ইসিজি রুমে তখন কেউ ছিলেন না৷ হাসপাতালের কর্মীরা দমকল আসার আগেই দক্ষতার সঙ্গে পুরো বিষয় নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় কারও আহত হওয়ার খবর নেই৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments