কালিয়াচকে গোপন ডেরা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
ভোটের আগে ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার মালদায়। চারটি পিস্তল ও চারটি ফাঁকা ম্যাগাজিন উদ্ধার কালিয়াচকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৩ জানুয়ারি অস্ত্র কারবারিদের কিংপিন হুমায়ুন শেখকে গ্রেফতার করা হয়েছিল৷ সেই ঘটনার তদন্তে নেমে গতকাল রাতে কালিয়াচকের একটি গোপন ডেরা থেকে চারটি প্রায় সম্পূর্ণ অবস্থার পিস্তল ও চারটি ফাঁকা ম্যাগাজিন উদ্ধার করল পুলিশ।
উল্লেখ্য, কয়েকদিন আগে ওই এলাকায় অস্ত্র কারখানার হদিশ মিলেছিল। বিহারের মুঙ্গের থেকে কারিগররা এসে সেখানে আগ্নেয়াস্ত্র তৈরি করত। সেই ঘটনার সঙ্গে যোগ ছিল হুমায়ুনের। পুলিশের অনুমান, হয়তো ভোটের সময় উদ্ধার হওয়া অস্ত্রগুলি ব্যবহার করত দুষ্কৃতীরা।
[আরও খবরঃ যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচকে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments