ভোট প্রচারে চাঁচল আসছেন ফিরহাদ হাকিম
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 22, 2021
- 1 min read
আসন্ন বিধানসভা নির্বাচনে চাঁচল বিধানসভা কেন্দ্রের প্রার্থী নীহাররঞ্জন ঘোষের সমর্থনে প্রচারে আসছেন ফিরহাদ হাকিম। তাঁর জনসভাকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে জোরকদমে।
চাঁচল বিধানসভার তৃণমূল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ। তাঁর সমর্থনে ২৫ মার্চ জনসভা করতে আসছেন ফিরহাদ হাকিম। চাঁচলের কলমবাগানে জনসমাবেশ তিনি করবেন। দলীয় সূত্রে খবর, শুক্রবার সকাল ১১টায় হেলিকপ্টারে করে চাঁচলের মহকুমা শাসকের দফতরে সামনের ময়দানে নামবেন ফিরহাদ হাকিম। সেখান থেকে তিনি সোজা চাঁচলের কলমবাগানে আসবেন। সেখানেই জনসভা করবেন তিনি।
ফিরহাদ সাহেবের জনসভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে তৃণমূল। আজ সেই সভাস্থল পরিদর্শন করেন জেলা তৃণমূলের প্রথম সারির নেতা দুলাল সরকার। ইতিমধ্যে ওই ময়দানে শুরু হয়েছে মঞ্চ তৈরির কাজ। তীব্র গরমে রোদের তাপ থেকে বাঁচাতে কর্মী-সমর্থকদের জন্য ব্যবস্থা করা হচ্ছে ছাউনির।
[ আরও খবরঃ বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন! রণক্ষেত্র সাহাপুর ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments