কলকাতায় গিয়ে ডি-কোম্পানির নাম করে ফোন কৃষ্ণেন্দুকে, আটক পাঁচ
কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে হুমকির ঘটনায় পাঁচজনকে আটক করল পুলিশ। ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে ডি-কোম্পানির নাম করে ফোন করা ব্যক্তিকে। ঋণ শোধ করা সহ কিছু টাকা হাতাতেই হুমকির এই পরিকল্পনা বলে জেলা পুলিশের তরফে জানানো হয়েছে।
উল্লেখ্য, গতকাল সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকি দেওয়া হয়। ডি-কোম্পানি থেকে প্রদীপ নাম করে ২০ পেটি (২০ লক্ষ) টাকা দাবি করে ওই ব্যক্তি। টাকা না দিলে সপরিবারে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

তদন্তে পুলিশ জানতে পারে, ইংরেজবাজারের কমলাবাড়ি যদুপুর এলাকার বাসিন্দা শাহাদাত শেখ এই পুরো ঘটনা ঘটিয়েছে। পরিকল্পনা মাফিক সঙ্গীদের থেকে মোবাইল ফোন ও সিম কার্ড জোগাড় করে সে। প্রথমে মেসেজ করে ও পরে হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, পুলিশের চোখে ধুলো দিতে কলকাতায় গিয়ে ফোন করে হিন্দি ভাষায় হুমকি দিয়েছিল শাহাদাত। ফোন করার পর আবার সে মালদাতে ফিরে আসে। এই ঘটনায় শাহাদতের চার সঙ্গীকেও আটক করেছে পুলিশ। তারা সকলেই ইংরেজবাজার ও কালিয়াচক এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের তরফে প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, শাহাদাত জমির কারবারের সঙ্গে জড়িত। সেই কারবারের ঋণ শোধ করা ও কিছু টাকা উপার্জনের জন্যই পুরো পরিকল্পনা করে সে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments