top of page

তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে মালদায় লোকশিল্পীদের কর্মশালা

Updated: Mar 28, 2023

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জেলাভিত্তিক লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হল বিপিনবিহারী ঘোষ টাউন হলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন লোকশিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি চন্দনা সরকার, অতিরিক্ত জেলাশাসক (জেলাপরিষদ) অরুণকুমার রায়, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ অধিকর্তা বাসুদেব ঘোষ, জেলাপরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিং সহ বিভিন্ন আধিকারিকবৃন্দ।



জেলার প্রায় ৩৫০ জন আদিবাসী লোকশিল্পী, ভাওয়াইয়া, বাউল, গম্ভীরা, আলকাপ শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন

জেলার প্রায় ৩৫০ জন আদিবাসী লোকশিল্পী, ভাওয়াইয়া, বাউল, গম্ভীরা, আলকাপ শিল্পীরা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন বলে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানান হয়েছে। বর্তমানে রাজ্য সরকার এই লোকশিল্পীদের বিভিন্ন সরকারি অনুষ্ঠানে ও বিভিন্ন সামাজিক সচেতনতার প্রচারে ব্যবহার করে চলেছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Bình luận


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page