নৃশংস খুনের ঘটনায় নমুনা সংগ্রহে মালদায় ফরেন্সিক দল
অবশেষে ঘটনার আট দিনের মাথায় খুনের ঘটনার নমুনা সংগ্রহে মালদায় এল ফরেন্সিক দল। আজ বিকেলে ডঃ মৌসুমি রক্ষিতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল ঘটনাস্থলে আসেন। সঙ্গে ছিলেন ইংরেজবাজার থানার আইসি সহ তদন্তকারী অফিসাররা। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন তাঁরা।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি নিখোঁজ হওয়ার অভিযোগের পর ৩১ জানুয়ারি গভীর রাতে আমবাজার এলাকা থেকে নাবালিকার ধড় ও কাটা মুণ্ডু উদ্ধার হয়। এরপর থেকে ঘটনাস্থল সুরক্ষিত রাখতে তেমন উদ্যোগ নিতে দেখা যায়নি পুলিশ প্রশাসনকে। অবশেষে গত পরশু সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হতেই নড়চড়ে বসে প্রশাসন। ব্যারিকেড দিয়ে ঘেরা হয় ঘটনাস্থল। আজ বিকেলে ঘটনাস্থল থেকে পড়ে থাকা রক্তমাখা চশমা, রক্তের নমুনা, মাটি সহ বেশ কিছু নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। তবে ঘটনার আট দিন পর এই সমস্ত নমুনা থেকে তদন্তে কতখানি মদত মিলবে তা নিয়ে প্রশ্ন রয়েছে আম আদমির মধ্যে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments