Search
কখনও কালিন্দ্রী কখনও মহানন্দা, অবশেষে বনদপ্তরের হাতে কুমির
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 24, 2022
- 1 min read
অবশেষে বন দফতরের হাতে এল বিশালাকৃতির কুমির। আজ দুপুরে হবিবপুর থানার শ্রীরামপুর অঞ্চলের পুনর্ভবা নদী থেকে কুমিরটিকে উদ্ধার করে বন দফতরের কর্মীরা। কুমিরটিকে আনা হয়েছে আদিনা ডিয়ার ফরেস্টে।
গাজোল ফরেস্ট রেঞ্জের অফিসার সুদর্শন সরকার জানান,
কুমিরটিকে প্রথমে মানিকচকের কালিন্দ্রী নদীতে দেখতে পান স্থানীয়রা। তারপর কুমিরটিকে মালদা শহর সংলগ্ন মহানন্দা নদীতেও দেখা যায়। কুমিরটিকে উদ্ধার করতে সুন্দরবন কুমির প্রকল্প থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদেরকে নিয়ে আসা হয়। কিন্তু তারপর কুমিরটিকে আর মহানন্দা নদীতে দেখা যায়নি। বুধবার সকালে হবিবপুর থানার পুনর্ভবা নদীতে কুমিরটিকে দেখতে পান স্থানীয়রা। অবশেষে আজ ওই কুমিরটিকে উদ্ধার করা হয়েছে। সাড়ে নয় ফুটের কুমিরটির ওজন প্রায় ২০০ কেজি। কুমিরটির প্রাথমিক চিকিৎসার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুসারে সুন্দরবনের ছেড়ে দেওয়া হবে।
[ আরও খবরঃ কেন্দ্রশাসিত অঞ্চলের কথা মালখানের গলাতেও ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments