চাকরি চেয়ে আমরণ অনশনে বসার হুমকি প্রাক্তন কেএলওদের
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 18, 2021
- 1 min read
হোম গার্ডে চাকরি না মেলায় আমরণ অনশনে বসতে চলেছেন প্রাক্তন কেএলও জঙ্গিরা। আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন প্রাক্তন কেএলও জঙ্গিরা।
আজ দুপুরে হবিবপুর, বামনগোলা, গাজোল সহ বেশ কয়েকটি ব্লকের প্রায় ১৩০ জন প্রাক্তন কেএলও জঙ্গি প্রশাসনিকভবনের সামনে জমায়েত হয়। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ক্ষমতায় আসার পরই মুখ্যমন্ত্রী প্রাক্তন কেএলও জঙ্গিদের কাছে আবেদন জানিয়েছিলেন, সমাজের মূল স্রোতে ফিরে আসার। তিনি প্রত্যেক কেএলও জঙ্গি ও লিংকম্যানকে স্থায়ী চাকরি দেওয়ার কথাও ঘোষণা করেছিলেন। এই ঘোষণার পর বহু কেএলও জঙ্গি ও লিংকম্যান আত্মসমর্পণ করেন। কিন্তু এখনও সকলের স্থায়ী চাকরি হয়নি। এনিয়ে একাধিকবার তাঁরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। কিন্তু কোনো ফল মেলেনি। বাধ্য হয়ে তাঁরা আগামী কয়েকদিনের মধ্যেই প্রশাসনিকভবনের সামনে অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
[ আরও খবরঃ মালদায় শুরু করোনা টিকাকরণ, প্রথম টিকা পেলেন কৃষ্ণা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments