top of page

এআইএমআইএম-এর সভা সামসীতে, উপস্থিত হায়দরাবাদের প্রাক্তন মেয়র

বিধানসভায় এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এআইএমআইএম, এমনটাই মনে করছেন রাজনীতিবিদরা। এরই মধ্যে জেলায় সভা করল এআইএমআইএম। আজ সামসীতে কর্মী-সমর্থকদের নিয়ে সভা করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন হায়দরাবাদের প্রাক্তন মেয়র মাজিদ হোসেন।



সভামঞ্চ থেকে তিনি বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে এআইএমআইএম। ২৩টি জেলাতেই নেতা-কর্মীরা সংগঠন তৈরির কাজ করছেন। খুব শীঘ্রই সংগঠনের প্রধান এই রাজ্যে তাঁর রাজনৈতিক কর্মসূচির বাস্তব রূপ দেবেন। বিজেপিকে রোখার জন্য তাঁদের এই পদক্ষেপ। ফ্রন্ট গঠন করে নির্বাচনে লড়াই করার রণকৌশল তৈরি করা হচ্ছে। আব্বাস সিদ্দিকিকে এই রাজ্যে ফ্রন্ট করার দায়িত্ব দেওয়া হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

ความคิดเห็น


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page