top of page

করোনা সংক্রমিত প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু

এবার করোনা সংক্রমিত হলেন প্রাক্তন মন্ত্রী ও ইংরেজবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি৷ গতকাল রাতে তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ আজ তাঁর ৬৩তম জন্মদিন৷ আজকেই তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসায় মুষড়ে পড়েছেন তাঁর অনুগামীরা৷ তাঁকে দুর্গাপুরে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে৷ তবে জ্বর ছাড়া তাঁর আর অন্য উপসর্গ নেই বলেও জানা গিয়েছে৷


former-minister-krishnendu-tests-coronavirus-positive
আপাতত হোম আইসোলেশনে আছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি

গত ২৪ ঘণ্টায় মালদা জেলায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৭৪ জন৷ অবশ্য সন্ধেয় এই সংখ্যাটি আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা৷ কারণ, এই ৭৪ জনের সঙ্গে যোগ হবে অ্যান্টিজেন টেস্টের রিপোর্টও৷ রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত জেলায় মোট সংক্রমণ ৩৮৯৪ জন৷ তার মধ্যে অবশ্য ২৯৩৮ জন সুস্থ হয়ে গিয়েছেন৷ তবে এরই মধ্যে গত পরশু জেলায় আরও একজন সংক্রমিতের মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির বাড়ি ইংরেজবাজার থানার মধুঘাট এলাকায়৷ ৭০ বছর বয়সী ওই ব্যক্তির একাধিক পুরোনো রোগ ছিল বলেই জানা গিয়েছে৷ সরকারি হিসাবে এখনও পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ২৩ জনের৷




তবে আজ জেলার রাজনৈতিক মহলের আলোচনার কেন্দ্রবিন্দুতে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি৷ তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১২ অগাস্ট থেকে জ্বরে ভুগছিলেন তিনি৷ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খেলেও জ্বর নিয়ন্ত্রণে আসছিল না৷ শেষ পর্যন্ত চিকিৎসকদের কথামতোই গতকাল তিনি নিজের লালা পরীক্ষার জন্য দেন৷ সেই রিপোর্টের ফল পজিটিভ আসে৷ এখনও তাঁর শরীরে জ্বর রয়েছে৷ করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি দুর্গাপুর রওয়ানা হয়েছেন। সেখানে একটি বেসরকারি হাসপাতালে কিছুদিন আগে তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী পুনরায় স্বাস্থ্য পরীক্ষা করাতে ও পর্যবেক্ষণে রাখতে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে। তবে জানা গিয়েছে, শুধুমাত্র জ্বর ছাড়া তাঁর অন্য কোনও উপসর্গ নেই৷ তাঁর শরীরের উপর নজর রাখছেন চিকিৎসকরা৷


মালদা জেলার টাটকা নিউজ এখন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে। বিনামূল্যে পড়তে এখানে ক্লিক করুন


টপিকঃ #CoronaVirus

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page