আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ সহ গেপ্তার চার
ডাকাতির উদ্দেশ্যে জমায়েত চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ। ধৃতদের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে কয়েকজন যুবক অসামাজিক কার্যকলাপের উদ্দেশ্যে সুস্থানি মোড় সংলগ্ন এলাকায় জমায়েত করছে। তথ্যের ভিত্তিতে ওই এলাকায় হানা দিয়ে করিম শেখ, কমল হোসেন, রবিউল হোসেন ও সুমন চৌধুরি নামে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় একটি পাইপগান ও এক রাউন্ড তাজা কার্তুজ। ধৃতরা কালিয়াচক, বৈষ্ণবনগর ও ইংরেজবাজারের বাসিন্দা। ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments