কোলে চার দিনের সন্তান, উচ্চ মাধ্যমিক দিল মা
চার দিনের সদ্যজাত পুত্রসন্তানকে কোলে নিয়ে মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল এক পরীক্ষার্থী। জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ওই ছাত্রীর জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। একজন শিক্ষিকার উপস্থিতিতে নার্সিংহোমে বেডে শুয়ে পরীক্ষা দেয় সে।
জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে ওই ছাত্রীর জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়
প্রসূতি পরীক্ষার্থীর নাম মাঝকুড়া বেগম (২০)। দুবছর আগে গাজোলের একুশ মাইল রাতুল এলাকার বাসিন্দা আবদুল মামুদের সঙ্গে বিয়ে হয় মাঝকুড়ার। সে স্থানীয় রামচন্দ্র হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অন্তঃসত্ত্বা অবস্থায় প্রথমদিকের পরীক্ষাগুলি দেয় সে। গত শুক্রবার তার প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা তাকে মালদা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে। সেদিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেয় সে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে মাঝকুড়া। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ওই পরীক্ষার্থীর জন্য সমস্তরকম ব্যবস্থা করা হয়। এদিন ওই নার্সিংহোম থেকে চিকিৎসাধীন অবস্থায় পরীক্ষা দেয় সে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments