top of page

করোনা চিকিৎসায় চারটি টিম, বাধ্যতামূলক কোয়রান্টিনে এখন প্রথমরা

করোনা আক্রান্তদের চিকিৎসা পরিসেবার সঙ্গে যুক্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানদের জন্য মালদা শহরের বিবেকানন্দ যুব আবাসে কোয়রান্টিন সেন্টার করা হয়েছে। সাতদিনের পরিষেবা দেওয়ার পর প্রথম টিমকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আপাতত সেখানে দুইজন চিকিৎসক, পাঁচজন নার্স ও ৪২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।


Four medical teams in the malda corona treatment
শহরের বিবেকানন্দ যুব আবাসে কোয়রান্টিন সেন্টার

করোনা আক্রান্তদের পুরাতন মালদার করোনা হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চারটি টিম তৈরি করা হয়েছে৷ প্রতিটি টিম সাতদিন করে চিকিৎসা পরিষেবা দেবে। পরিষেবা দেওয়ার পর তাঁদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়রান্টিনে পাঠানো হবে৷ দ্বিতীয় টিম সেই সময় চিকিৎসার দায়িত্ব নেবে৷ মালদা শহরের বিবেকানন্দ যুব আবাসে কোয়রান্টিন সেন্টার করা হয়েছে। সেখানে দু’জন চিকিৎসক, পাঁচজন নার্স সহ লালারস সংগ্রহকারী স্বাস্থ্যকর্মী, লালারস পরীক্ষায় যুক্ত টেকনিশিয়ানরাও রয়েছেন৷ ৪২ জন স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানকে কোয়রান্টিনে পাঠানো হয়েছে। আবাসে থাকা চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের দেখাশোনার জন্য একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে৷ তাঁর অধীনে রয়েছেন ২০ জন বিভিন্ন দফতরের কর্মী৷


জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভূষণ চক্রবর্তী জানান, করোনা আক্রান্তদের চিকিৎসা পরিষেবা দেওয়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য সব ধরণের সুযোগ সুবিধার বন্দোবস্ত করা হয়েছে৷ মালদা শহরের বিবেকানন্দ যুব আবাসকে স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য কোয়রান্টিন সেন্টার করা হয়েছে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক আরও বলেন, করোনা চিকিৎসায় যুক্ত প্রথম টিমের সদস্যরা আপাতত কোয়রান্টিনে রয়েছেন৷ প্রতিটি টিম সাতদিন কাজ করার পর ১৪ দিনের কোয়রান্টিনে থাকবে৷



תגובות


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page