Search
পুলিশি অভিযানে আফিম সহ গ্রেফতার চার কারবারি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jun 29, 2020
- 1 min read
Updated: Sep 24, 2020
গোপনসূত্রে খবর পেয়ে দুই কেজি ৬০০ গ্রাম আফিম সহ চার কারবারিকে গ্রেফতার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি ধৃতদের আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
গোপনসূত্রে খবর পেয়ে গতকাল রাতে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ সারদহ এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডের একটি গাড়ি আটকে তল্লাশি চালিয়ে দুই কেজি ৬০০ গ্রাম আফিম উদ্ধার করে। গ্রেফতার করা হয় নায়িম আনসারি (২৯), ইমতিয়াজ আনসারি (২৯), তৌফিক আনসারি (২৪) ও প্রদীপকুমার মাহাতোকে (১৯)। ধৃতরা সকলেই ঝাড়খণ্ডের রাঁচি জেলার বাসিন্দা। পাশাপাশি ধৃতদের হেপাজত থেকে নগদ চার হাজার ১৫০ টাকা বাজেয়াপ্ত করে পুলিশ।
[ আরও খবরঃ ছয়শো ছুঁইছুঁই মালদায় করোনা আক্রান্ত ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments