মালদা মেডিকেল কলেজে বিনামুল্যে মিলবে অডিওমেট্রি
মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার থেকে চালু হল সম্পূর্ণ বিনামূল্যে অডিয়ো ভেস্টিবুলার পরিষেবা। আগে এই জেলার বাসিন্দাদের হিয়ারিং টেস্টের জন্য কলকাতায় যেতে হত। প্রচুর খরচসাপেক্ষ ছিল এই পরীক্ষা। এবার এই পরিসেবা একেবারে বিনামূল্যে মালদা মেডিকেল কলেজে চালু হল। রাজ্যের ১২টি মেডিকেল কলেজের মধ্যে ১১ তম মালদা মেডিকেল কলেজ যেখানে শনিবার থেকে এই পরিষেবা চালু করা হল।
পিজির বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর অরুণাভ সেনগুপ্ত জানান, শিশু অবস্থায় যদি কানে শুনতে না পাওয়া রোগীর ত্রুটি ধরা পরে তবে তা চিকিৎসার মাধ্যমে আর পাঁচজনের মতো সুস্থ স্বাভাবিক হওয়া সম্ভব। এই ধরনের পরীক্ষাগার প্রতিটি মেডিকেল কলেজে প্রয়োজন।
Comments