জার ভরতি তাজা বোমা উদ্ধার কালিয়াচকে
দুই জার ভরতি তাজা বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায়। বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
কালিয়াচক থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কিছু মানুষ কাজে যাওয়ার সময় দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের লিচুবাগানের জঙ্গলে দুটি প্লাস্টিকের জার পড়ে থাকতে দেখেন। খবর দেওয়া হয় কালিয়াচক থানায়। ঘটনার তদন্তে এসে পুলিশ জানতে পারে দুটি জারে বোমা মজুত রয়েছে। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে। বম্ব স্কোয়াড ঘটনাস্থল থেকে বোমাগুলি উদ্ধার করে। ক্রিকেট বলের মত দেখতে নয়টি বোমা ও ৩২টি কোটা বোমা উদ্ধার হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করেছিল তা জানার চেষ্টা করছে কালিয়াচক থানার পুলিশ। ইতিমধ্যে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বম্ব স্কোয়াড, দমকল ও কালিয়াচক থানার পুলিশ।
[ আরও খবরঃ ডাকাতির আগেই অস্ত্রসস্ত্র সহ ধৃত দুই ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários