নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর জালে মূল মাদক পাণ্ডা
ফেনসিডিল পাচারচক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল এনসিবি। ধৃত ব্যক্তিকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা।
আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলি জানান, ২০১৯ সালের ৫ নভেম্বর এনসিবির একটি দল গাজোলে হানা দিয়ে এক ট্রাক বোঝাই ফেনসিডিল উদ্ধার করে। সেই ট্রাক থেকে ২৫ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেই ঘটনায় কমশেল মাঝি, পঙ্কজ মিশ্র ও সোমু সরকার নামে তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সন্টু সাহা নামে এক পাণ্ডার নাম উঠে আসে। দীর্ঘদিন ধরে এই ব্যক্তির খোঁজ চালাচ্ছিল এনসিবি। অবশেষে গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে এনসিবি তাকে গ্রেফতার করে। আজ ধৃতকে জুডিশিয়াল কাস্টডির আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments