top of page

গঙ্গা, ফুলহার ও মহানন্দার জলস্তর বাড়ছে

বিগত তিনদিনের বৃষ্টিতে উত্তরবঙ্গের নদীগুলোতে জল বেড়ে যাওয়ায় মালদা জেলার বিভিন্ন নদীগুলোতেও জলস্ফীতি ঘটেছে। যদিও জেলার প্রধান তিন নদী- গঙ্গা, ফুলহার ও মহানন্দার জলস্তর বিপদসীমার থেকে অনেক নিচে থাকলেও উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির ফলে আগামী কয়েকদিনে নদীগুলির জলস্তর আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


Ganga, Fulhar & Mahananda, The water level is rising

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে মৌসুমী বায়ু এই মুহূর্তে যথেষ্ট সক্রিয়, ফলে বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে। ইতিমধ্যে জেলার বন্যা কবলিত হরিশ্চন্দ্রপুর, রতুয়া, মানিকচক, ইংরেজবাজার, পুরাতন মালদা, কালিয়াচক ও বৈষ্ণবনগর ব্লক প্রশাসনকে বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম প্রস্তুত থাকতে বলা হয়েছে। জেলা বিপর্যয় মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে যে পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা নেওয়া হয়েছে। ত্রাণ দপ্তরও প্রস্তুত আছে। বিপর্যয় মোকাবিলা দপ্তরকেও প্রস্তুত রাখা হয়েছে। সংশ্লিষ্ট ব্লকগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বুধবার গঙ্গায় জলস্তর ২১.৫৪০ মিটার রেকর্ড করা হয়েছে। ফুলাহারে জলস্তর ২৪.৬৩০ মিটার ও মহানন্দার জলস্তর ১৫.৩০০ মিটার বলে প্রশাসনিক তরফে জানানো হয়েছে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page