গঙ্গাগর্ভে তলিয়ে গেল গোটা একটা প্রাইমারি স্কুল
জল কমলেও ভাঙনের রূপ আরও ভয়ঙ্কর হয়েছে কালিয়াচকের ৩ নম্বর ব্লকের গঙ্গা তীরবর্তী এলাকায়। ভূতনির পর এবার গঙ্গা ছোবল মারতে শুরু করেছে কালিয়াচক-৩ নং ব্লকে। গঙ্গার জলে ব্যপক হারে শুরু হয়েছে নদীতে ভাঙন। আর সেই ভাঙনের ফলে গঙ্গাগর্ভে তলিয়ে গেল পার অনুপনগর প্রাথমিক বিদ্যালয়। সারা গ্রামের মানুষ এই ভাঙনের ফলে এখন দিন কাটাচ্ছে আতঙ্কে। জানা গেছে, পার অনুপনগর গ্রামের প্রায় ২০টি বাড়ি গঙ্গায় তলিয়ে গেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments