গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে আগুন, ভস্মীভূত বাড়ি
গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত গোটা বাড়ি। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার বৈরাট গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে নুরুল ইসলামের বাড়িতে আগুন ধরে যায়। স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেওয়ার পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিবারের দাবি, আগুনে খাদ্য সামগ্রী, নগদ টাকা সহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments