Search
পাইপ লাইনের কাজ করতে গিয়ে উদ্ধার দেবী মূর্তি
- আমাদের মালদা ডিজিট্যাল
- Mar 8
- 1 min read
পানীয় জল সরবরাহের জন্য পাইপ লাইনের কাজ করতে গিয়ে উদ্ধার হল অষ্টধাতুর দেবী মূর্তি। খবর পেয়ে মূর্তিটি উদ্ধার করে ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়তে হয় পুলিশকে। শনিবার সকাল থেকে ওই এলাকায় অস্থায়ী ছাউনি তৈরি করে মূর্তির আরাধনা শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি রতুয়া ১ নম্বর ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর গ্রামের৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধে ৬টা নাগাদ ১৫ ইঞ্চির কালী মূর্তিটি উদ্ধার হয়। স্থানীয়দের অনেকই প্রথমে মূর্তিটি সোনার বলে অনুমান করেছিলেন। তবে পরবর্তীতে সকলে নিশ্চিত হন সেটি অষ্টধাতুর। স্থানীয়দের একাংশের দাবি, মূর্তিটি আধুনিককালের নির্মিত নয়।

স্থানীয় বাসিন্দা রাজীব ঘোষ জানান, পাইপ লাইন বসানোর কাজে যুক্ত জনস্বাস্থ্য কারিগরি দফতরের কর্মীরা মূর্তিটি মাটির ২০ ফুট নিচ থেকে উদ্ধার করেছেন৷ গতকাল রাত থেকেই সকলে মায়ের আরাধনা শুরু করেছেন। আজ ছোটখাটো একটি বেদি তৈরি করে মায়ের পুজো করা হচ্ছে৷ গ্রামবাসীরা সবাই চাইছে, এখানে একটা মন্দির তৈরি করে দেবী মূর্তি স্থাপন করা হোক৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentários