top of page

গৌড় এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় যুবতির শ্লীলতাহানি

চলন্ত ট্রেনে শ্লীলতাহানি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল মালদা জিআরপি থানার পুলিশ৷ ধৃত যুবককে আজ জেলা আদালতে তোলা হয়েছে৷ গতকাল রাতে ঘটনাটি ঘটেছে আপ গৌড় এক্সপ্রেসে৷


যুবকদের একজন যুবতির কাছে মোবাইল নম্বর চায়৷ ফোন নম্বর দিতে অস্বীকার করে ওই যুবতি৷ এরপরই...


গতকাল রাতে আপ গৌড় এক্সপ্রেসের এস এইট সংরক্ষিত কামরায় শিয়ালদা থেকে মালদা আসছিলেন বামনগোলার পাকুয়াহাটের বাসিন্দা মা ও মেয়ে৷ অভিযোগ, শিয়ালদা থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ পরেই ৭-৮ জন যুবক মদ্যপ অবস্থায় ওই যুবতির সিটে এসে বসে৷ তারা নিজেদের মধ্যে গল্প করার সঙ্গে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে৷ কিছু সময় পরে ওই যুবতির মা আপার বার্থে উঠে ঘুমিয়ে পড়েন৷ পরে ওই যুবকদের একজন যুবতির কাছে মোবাইল নম্বর চায়৷ ফোন নম্বর দিতে অস্বীকার করে ওই যুবতি৷ এরপরই যুবতির গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে অভিযুক্ত যুবক৷ যুবতির চিৎকারে সহযাত্রীরা ওই যুবক ও তার এক বন্ধুকে ধরে ফেলেন৷ ওই দুই যুবককে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ট্রেন মালদা স্টেশনে পৌঁছলে ওই যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা যুবতি৷ মালদা জিআরপি সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম চিরঞ্জীব দাস। বাড়ি বসিরহাটে। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযুক্তকে আজ জেলা আদালতে তোলা হয়েছে।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page