top of page

মালদা জেলা পুলিশের উদ্যোগে ম্যারাথন, রেজিস্ট্রেশন লিঙ্ক খবরে

মালদা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত হতে চলেছে দ্বিতীয় বছরের গৌর মালদা ম্যারাথন৷ এবছর নদী বাঁচানোর থিমকে সামনে রেখে এই প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে৷


গত বছরের মতো তিনটি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হবে। ২১ কিলোমিটার পুরুষ ও মহিলা, ১০ কিলোমিটার পুরুষ ও মহিলা এবং ৫ কিলোমিটার আনন্দদায়ক দৌড়। ২১ কিলোমিটার ম্যারাথনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের ১ লক্ষ টাকা, ৫০ হাজার টাকা ও ২৫ হাজার টাকা দিয়ে পুরষ্কৃত করা হবে। ১০ কিলোমিটারের ক্ষেত্রে ২৫ হাজার টাকা, ১৫ হাজার টাকা ও ১০ হাজার টাকা দিয়ে পুরষ্কৃত করা হবে। প্রতিযোগিতার পরে একদিন প্রতিযোগীদের নিয়ে মহানন্দার তীরে সাফাই অভিযান চালাবে মালদা জেলা পুলিশ। এবছরের ম্যারাথন আয়োজিত হবে মালদা শহরে৷



প্রতিযোগিতায় সীমিত সংখ্যায় প্রতিযোগী অংশগ্রহণ করতে পারবেন৷ প্রতিযোগীদের অংশগ্রহণের জন্য https://www.townscript.com/e/gour-malda-marathon-24-402130 এই ওয়েবসাইটে নিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে৷ রেজিস্ট্রেশনে প্রতিযোগীদের নিজেদের টি-শার্টের মাপও জানাতে হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page