top of page

বজ্রাঘাতে মৃত দুই পরিবারকে সরকারি সাহায্য

বজ্রাঘাতে মৃত দুই পরিবারের হাতে সরকারি সাহায্য তুলে দিলেন সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং। সরকারি সাহায্য হাতে পেয়ে প্রশাসনিক কর্তা সহ জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান দুই পরিবারের সদস্যরা।

সরকারি সাহায্য তুলে দেওয়া হচ্ছে মৃতের পরিবারের হাতে। সংবাদচিত্র।

উল্লেখ্য, গত ২৩ মে ঝড়বৃষ্টির সঙ্গে প্রবল বজ্রপাত হয়। বজ্রাঘাতে মৃত্যু হয় মানিকচকের এনায়েতপুরের বাসিন্দা হাসির মোমিনের। মৃত্যু হয় ভূতনির এলাকার বাসিন্দা কবিতা মণ্ডলেরও। আজ দুপুরে মানিকচক ব্লক দফতরে দুই পরিবারের হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং। উপস্থিত ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র, বিডিও শ্যামল মণ্ডল সহ অন্যান্যরা। সরকারি সাহায্য পেয়ে প্রশাসনিক কর্তা ও জন প্রতিনিধিদের ধন্যবাদ জানান ওই দুই পরিবারের সদস্যরা।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page