শিশুর জন্মগত ত্রুটি চিহ্নিত করতে উদ্যোগ সরকারের
শিশুদের জন্মগত শারীরিক ত্রুটি প্রথম থেকেই চিহ্নিত করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। জন্মের পরই নবজাতকের মাথা থেকে পা পর্যন্ত স্ক্রিনিং করে মাতৃমা পোর্টালে সেই তথ্য আপলোড করা হচ্ছে। এতে ক্রুটি নিয়ে জন্মানো শিশুদের দ্রুত চিকিৎসা করা সম্ভব হবে। পরবর্তীতে এধরণের সমস্যার কোনও চিহ্ন ওই শিশুর মধ্যে লক্ষ্য করা যাবে না।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাপড়ি নায়েক জানান, রাজ্য সরকারের মাতৃমা পোর্টালে নতুন সংযোজন হয়েছে নবজাতকদের স্ক্রিনিং। নতুন যে বাচ্চা জন্মগ্রহণ করছে তার জন্মগত ত্রুটি স্ক্রিনিং করা। ইতিমধ্যে মালদা জেলা জুড়ে এই স্ক্রিনিং শুরু করা হয়েছে। যদি কোনও সদ্যজাতের এমন ত্রুটি দেখা যায়, তবে তার ছবি পোর্টালে আপলোড করা হচ্ছে। এতে ওই সদ্যোজাতের দ্রুত চিকিৎসা করা সম্ভব হবে। মালদা মেডিকেল কলেজ সহ ব্লক-স্তরের সমস্ত ডেলিভারি পয়েন্টে গত ১৫ অগাস্ট থেকে এই স্ক্রিনিং শুরু করা হয়েছে।
[ আরও খবরঃ পুলিশের নামে ভুয়ো অ্যাকাউন্ট, তোলাবাজির অভিযোগ ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments