আগামীকাল থেকে খুলছে সমস্ত দোকানপাট
আগামীকাল থেকে জেলা জুড়ে খুলে যাচ্ছে সমস্ত দোকানপাট৷ শুধুমাত্র হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লক এবং কালিয়াচকের জালালপুর ও সুজাপুর ছাড়া জেলার প্রতিটি জায়গায় সব ধরনের দোকানপাট খুলতে চলেছে৷
আজ জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর একথা জানিয়েছেন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু৷ তিনি বলেন, আজ একাধিক ইশ্যুতে তাঁরা জেলাশাসকের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন৷ ইদের আগে বিশেষত কাপড় ও জুতোর ব্যবসায়ীদের স্বার্থে তাঁরা জেলাশাসকের কাছে দোকান খোলার অনুমতি দেওয়ার আবেদন জানান৷ তাঁদের আবেদনে সাড়া দিয়েছেন জেলাশাসক৷ তিনি জানিয়েছেন, রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামীকাল থেকে গোটা জেলায় সব দোকানপাট খোলা যাবে৷ তবে রেস্টুরেন্ট, মল, ধাবা সহ খাবারের দোকান খোলা যাবে না৷ হোটেলও খোলা যেতে পারে৷ সেক্ষেত্রে বোর্ডারদের কয়েকদিনের জন্য রুম বুক করতে হবে৷ এছাড়া আর কোথাও কোনও বাধ্যবাধকতা নেই৷ দোকান খোলা যাবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত৷ তবে হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লক, কালিয়াচক ১ ব্লকের জালালপুর ও সুজাপুর এবং ইংরেজবাজারের অমৃতি ও মিলকি এলাকায় কোনও দোকান খোলা যাবে না৷ প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি৷ এই সিদ্ধান্তে ইদের আগে ব্যবসায়ীরা কিছুটা হলেও বাঁচবে৷
[ আরও খবরঃ লকডাউনে চুরি যাচ্ছে শৈশব, ফেরি করে সংসারযাপন ]
হাইলাইটস
দোকান খোলা যাবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত
রেস্টুরেন্ট, মল, ধাবা সহ খাবারের দোকান খোলা যাবে না
হোটেলও খোলা যেতে পারে৷ সেক্ষেত্রে বোর্ডারদের কয়েকদিনের জন্য রুম বুক করতে হবে
হরিশ্চন্দ্রপুর ১ ও ২ ব্লক, কালিয়াচক ১ ব্লকের জালালপুর ও সুজাপুর এবং ইংরেজবাজারের অমৃতি ও মিলকি এলাকায় কোনও দোকান খোলা যাবে না
Commentaires