১০ মাসের শিশুকে হত্যার অভিযোগ, আটক দাদু-দিদা
১০ মাসের শিশুকে হত্যার অভিযোগ উঠল বাবা সহ দাদু-দিদার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের মশলদা গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায়।
জানা গিয়েছে, বছর খানেক আগে তালগাছি এলাকার মোক্তার হোসেনের সঙ্গে সাবিনা খাতুনের বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে টাকা আনার জন্য সাবিনাকে চাপ দিত স্বামী, শ্বশুর-শাশুড়ি। এরই মধ্যে সাবিনার বাবা মেয়ের নামে কিছু টাকা ব্যাংকে জমা করে। সেই টাকা হাতাতে সাবিনার এটিএম কার্ড হাতিয়ে নেওয়ার চেষ্টা করে সাবিনার স্বামী, শ্বশুর এবং শাশুড়ি। সাবিনাকে বাড়ি থেকে বের করে, দশ মাসের শিশু সন্তানকে কেড়ে নেওয়া হয়। আজ সকালে সাবিনা জানতে পারে তাঁর শিশু সন্তান শ্বশুরবাড়িতে মারা গেছে। ঘটনার কথা জানতে পেরে স্বামী, শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে তাঁর সন্তানের খুনের অভিযোগ দায়ের করেন সাবিনা খাতুন।
অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। আটক করা হয় শ্বশুর মহম্মদ ইরফান এবং শাশুড়ি সানোয়ারা বিবিকে। তবে ঘটনার পর থেকে পলাতক সাবিনার স্বামী মোক্তার হোসেন।
[ আরও খবরঃ চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিযুক্ত তৃণমূল নেতা ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
댓글