শিক্ষকের প্রেমের প্রস্তাব, ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী
ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হবিবপুরের কেন্দপুকুরে। এই ঘটনায় ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে।
মৃত ছাত্রী কেন্দপুকুর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। পরিবারের অভিযোগ, ওই ছাত্রীর গৃহশিক্ষক মোবাইলে মেসেজ করে প্রেমের সম্পর্কে আসার জন্য উত্ত্যক্ত করত। বিষয়টি জানতে পারেন ওই ছাত্রীর মা। এরপর গত ৩ তারিখ ওই গৃহশিক্ষক ও তাঁর স্ত্রী বাড়িতে এসে ওই ছাত্রী ও তাঁর পরিবারকে হুমকি দেয়। মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ে কবিতা। গতকাল বিকেলে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই ছাত্রী। এই ঘটনায় ওই গৃহশিক্ষক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন পরিবারের লোকজন। এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ওই শিক্ষকের বাড়িতে চড়াও হয় ক্ষিপ্ত গ্রামবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে হবিবপুর থানার পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Комментарии