top of page

পুরাতন মালদার জমি থেকে উদ্ধার হবিবপুরের যুবকের দেহ

জমি থেকে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে হবিবপুর ও মালদা থানার পুলিশ।


মৃত যুবকের নাম মনমোহন দাস (২৫)। বাড়ি হবিবপুর ব্লকের আইহো গ্রামপঞ্চায়েতের রতিরাম পাড়ায়৷ জানা গিয়েছে, মনমোহনবাবু খানিকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন৷ সোমবার বিকেল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না৷ মঙ্গলবার দুপুরে হবিবপুর থানায় তাঁর নামে মিসিং ডায়ারি করেন পরিবারের সদস্যরা৷ আজ মালদা থানা এলাকার মুচিয়ার লক্ষ্মীপুর গ্রামের একটি কৃষিজমি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।


প্রতীকী ছবি।

মনমোহনের বাবা রাধেশ্যাম দাস জানান, সোমবার দুপুর থেকে ছেলের খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার থানায় মিসিং ডায়ারি করা হয়েছিল। আজ এক প্রতিবেশীর থেকে জানতে পারি, মুচিয়া এলাকায় ছেলের মৃতদেহ পাওয়া গিয়েছে। কীভাবে এই ঘটনা ঘটল তা বুঝে উঠতে পারছি না।

Коментарі


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page