মানবিকতার উদাহরণ দিল হবিবপুরের কলাইবাড়ি
মানসিক ভারসাম্যহীন যুবককে পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা। ওই যুবককে নিজের বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। সারা রাজ্যে যখন চোর, ডাকাত, ছেলেধরা সন্দেহে গণপিটুনির ঘটনা ঘটছে, সেই সময় অন্য নজির গড়লেন হবিবপুরের কলাইবাড়ি গ্রামের বাসিন্দারা।
ইংরেজবাজার থানার কোতুয়ালি গ্রাম পঞ্চায়েতের দৈবকিপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল। স্ত্রী কল্পনা মণ্ডলের মৃত্যু হয়েছে দীর্ঘদিন আগেই। তাঁদের একমাত্র ছেলে মনোজ (২৯)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে নানা ধরণের অশান্তি, অত্যাচারের ফলে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে মনোজ। গত সপ্তাহে হঠাৎ বাড়ি থেকে পালিয়ে যায় মনোজ। থানায় মিসিং ডায়ারির সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও মনোজের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে দেওয়া হয়।
হবিবপুরের কলাইবাড়ির কিছু বাসিন্দা মনোজকে দুদিন ধরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। জিজ্ঞাসাবাদ করে মনোজ মানসিক ভারসাম্যহীন তা বুঝতে পারে কলাইবাড়ির গ্রামবাসীরা। এক স্বেচ্ছাসেবী সংস্থা তাঁকে আশ্রয় দেয়, সাথে চলতে থাকে নাম পরিচয় জানার চেষ্টা। যদিও মেলেনি সাফল্য। পরে সোশ্যাল মিডিয়ায় মনোজের নিখোঁজ হওয়ার বিষয়টি নজরে আসতেই যোগাযোগ করা হয় মনোজের বাড়িতে। পরে হবিবপুর থানার পুলিশের মাধ্যমে বাড়িতে ফেরানো হয় মনোজকে।
Comentários