Search
কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 16, 2022
- 1 min read
শোওয়ার ঘর থেকে কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদায়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত কলেজ ছাত্রীর নাম রাজিয়া খাতুন (১৯)। বাড়ি পুরাতন মালদার জলঙ্গি এলাকায়। রাজিয়ারা দুই বোন এক ভাই। রাজিয়া গৌড় মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রী ছিল। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো আজ সকালেও স্বাভাবিক ছিল রাজিয়া। দুপুরে হঠাৎ পরিবারের লোকজন শোওয়ার ঘরে রাজিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
রাজিয়ার আত্মহত্যার কারণ নিয়ে ধন্দে পরিবারের লোকজন। আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
תגובות