দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য পুরাতন মালদায়
বাড়ির কাজ নিয়ে মেয়েকে বকাবকি করেছিলেন অভিভাবকরা। অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দশম শ্রেণির ছাত্রী। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুরাতন মালদার মহানন্দাকলোনিতে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মৃত ছাত্রীর নাম শিল্পী সরকার (১৫)। বাবা বিশ্বজিৎ সরকার পুরাতন মালদা পুরসভার সাফাইকর্মী। মা পূজা সরকার গৃহবধূ। শিল্পীরা তিন বোন। মেজো মেয়ে শিল্পী স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণিতে পড়ত। এলাকায় শিল্পী মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ছুটির দিনে শিল্পীকে বাড়ির কাজ করতে বলেছিলেন অভিভাবকরা। দুপুরের খাবার খেয়ে বাবা বাড়ি থেকে বেড়িয়ে যেতেই মা-মেয়ের মধ্যে এনিয়ে বিবাদ শুরু হয়। সন্ধে নাগাদ পরিবারের লোকজন রান্নাঘরে শিল্পীর ঝুলন্ত দেহ দেখতে পান। তড়িঘড়ি শিল্পীকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি নার্সিংহোম ও পরে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসকরা শিল্পীকে মৃত বলে ঘোষণা করেন।

শিল্পীর জ্যেঠতুতো দিদি অষ্টমী সরকার জানান, গতকাল পারিবারিক বিষয় নিয়ে বাবা-মা ওকে একটু বকাবকি করেছিল৷ তা নিয়েই শিল্পীর অভিমান হয়েছিল। সেই কারণে শিল্পী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আমরা কখনও ভাবতে পারিনি, এত সামান্য কারণে ও এমন সিদ্ধান্ত নিতে পারে৷ শিল্পী ছোট থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল৷ কেন যে ও এই সিদ্ধান্ত নিল, ভাবতে পারছি না৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments