top of page

দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ওল্ড মালদায়

ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদায়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


hanging-body-recovered-of-10-class-student-in-Old-Malda
উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোন। অজানা এই ফোন ঘিরে বেড়েছে জল্পনা। প্রতীকী ছবি

মৃত ছাত্রীর নাম বর্ণালি ঘোষ। বাড়ি পুরাতন মালদার নলডুবি এলাকায়। বর্ণালি মালদা শহরের চিন্তামণি চমৎকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। আজ সকালে শোওয়ার ঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। বর্ণালির ঘর থেকে একটি মোবাইল ফোন উদ্ধার হয়। পরিবারের দাবি, বর্ণালির কাছে কোনও মোবাইল থাকার কথা নয়। কীভাবে ওই মোবাইল ফোন তার কাছে এল তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন। পুলিশের অনুমান, মোবাইল ফোনের সূত্রে ধরে ঘটনার গোরায় পৌঁছনো যাবে। মৃত্যুর কারণ খুঁজে পেতে মোবাইলের কললিস্ট ও মেসেজ বক্স খতিয়ে দেখছে পুলিশ।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page