top of page

সংসার চালাতে গিয়ে প্রচুর দেনা, অবসাদে আত্মঘাতী দম্পতি

কাজকর্ম ছিল না। সংসারের খরচ সামলাতে প্রচুর দেনা হয়ে গিয়েছিল। দেনার দায়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী দম্পতি। ঘটনাটি কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের জালারদিটোলা এলাকার। মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।


মৃত দম্পতির নাম সুজিত ঘোষ (৪২) ও সুষমা ঘোষ (৩৬)। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ বছর আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের কোনও সন্তান ছিল না। বছর সাতেক আগে সুজিতের দাদা ও বউদি মারা গিয়েছেন। তারপর থেকে দাদার ছেলেকে মানুষ করছিলেন সুজিত ও তাঁর স্ত্রী। স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজিত তেমন কোনও কাজ করতেন না। তাঁর বাবা এনটিপিসির কর্মী ছিলেন। পাঁচ বছর আগে সুজিতের বাবারও মৃত্যু হয়। মূলত তাঁর জমানো টাকা থেকেই মা, ভাইপো ও স্ত্রীকে সংসার চালাতেন সুজিত। এভাবে সংসার চালাতে চালাতে বাজারে অনেক ঋণ হয়ে গিয়েছিল তাঁর। পাওনাদাররা টাকার জন্য সুজিতকে চাপ দিচ্ছিলেন। তা থেকেই মানসিক চাপ সৃষ্টি হয়েছিল। অবশেষে আজ সকাল ১০টা নাগাদ একই শাড়িতে ঝুলন্ত অবস্থায় সুজিত ও তাঁর স্ত্রীর দেহ উদ্ধার হয়।



স্থানীয় বাসিন্দা মণি ঘোষ জানান, সুজিত কোনও কাজ করতেন না। মদের নেশাও ছিল তাঁর। বাবার জমানো টাকা দিয়ে সংসার চালাতেন। বাজারে ওনার অনেক দেনা হয়ে গিয়েছিল। জমানো টাকা শেষ হওয়ার পর সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছিল। এনিয়ে মাঝেমধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাও হত। হয়তো সংসার না চালাতে পারায় স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page