১২ বছরের হয়নি সন্তান, ঝুলন্ত মৃতদেহ উদ্ধার গৃহবধূর
গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মানিকচক থানার বড়বাগান এলাকায়। মৃত গৃহবধূর নাম সোনিয়া মণ্ডল। বাড়ি বড়বাগান এলাকার রামচাঁদটোলা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ১২ বছর আগে ওই গ্রামের অতুল মণ্ডলের সঙ্গে বিয়ে হয় সোনিয়াদেবীর। অভিযোগ, বিয়ের ১২ বছর কেটে গেলেও কোনও সন্তান না হওয়ায় পরিবারে অশান্তি লেগে থাকত। আজ সকালে শোওয়ার ঘর থেকে সোনিয়াদেবীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ। এদিকে, ঘটনার পর থেকে মৃতের স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।
মৃত গৃহবধূর পরিবারের লোকেদের অভিযোগ, সোনিয়াকে শ্বাসরোধ করে খুন করেছে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
[ আরও খবরঃ মাধ্যমিকে দ্বিতীয় মালদার কৌশিকী, চতুর্থ অভিষেক ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments